নোয়াখালী বেগমগঞ্জে ফেস মাস্কের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা।

নবীন, নোয়াখালী প্রতিনিধিঃ
ফেস মাস্ক এর প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রি করা এবং অননুমোদিত ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সমবায় মার্কেটের ইসলামিয়া সার্জিক্যাল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও ড্রাগ আইন ১৯৪০ এর বিধান অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক তন্ময় দাসের  নির্দেশে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান।
একই সময় ড্রাগ লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রয় ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে চৌমুহনীর ফেয়ার সার্জিক্যাল কে ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ৮০হাজার টাকা জরিমানা করে তা আদায় ও প্রাপ্ত মাস্কগুলো জব্দ করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন সহকারি পরিচালক মাসুদুজ্জামান খান, ওষুধ প্রশাসন অধিদপ্তর নোয়াখালী ও সহকারি পরিচালক কাওছার আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

১০.০৩.২০২০

2 Attachments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা