নোয়াখালীতে প্রতিবন্ধীদের নিয়ে জনসচেতনেতা সৃষ্টি ও বিনামুল্যে সহায়ক উপকরন বিতরণ

নবীন , নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রতিবন্ধীদের নিয়ে জনসচেতনা সৃষ্টি করাসহ প্রতিবন্ধীদের মধ্যে বিনামুল্যে সহায়ক উপকরন বিতরন করা হয়েছে। দুপুরে জেলা শহরে অবস্থিত নোয়াখালী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মোঃ মমিনুর রহমান।
নোয়াখালী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিও ডাঃ রেজাউল করিমের সঞ্চলনায় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আইয়ুব খান ।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন প্রতিবন্ধীদের জন্য বর্তমান সরকার যে উদ্যোগ নিয়ে তাদের পূনবার্সনসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে এটি বিরাট বিষয়। তাদেরকে ভাতারও ব্যবস্থা করেছে বর্তমান সরকার। এ ধরনের সেবা কেন্দ্র এখন শুধু জেলা শহরেই নয় উপজেলা পর্যায়েও রয়েছে। ধনীগরীব সবাই সেবা নিতে পারছে।
নোয়াখালী প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রে পরিচালক ডাঃ দেলোয়ার হোসেন জানান নোয়াখালী জেলা শহরে ২০১২ সাল থেকে এটি কাজ করছে। সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশানের মাধ্যমে বাংলাদেশে প্রতিটি জেলার পাশাপশি অনেক উপজেলায় এর কার্যক্রম এখন বিস্তৃত। গত ৭ বছরে নোয়াখালী জেলায় ১ লক্ষ ১২ হজারেরও অধীক প্রতিবন্ধীদের তারা সেবা দিয়েছেন। এ ছাড়া তাদের ভ্রাম্যমান গাড়ীর মাধ্যমে অনেকে দ্বারে গিয়ে এর সেবা বিনামুল্যে দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশু থেকে শুরু করে সব বয়সীদের এ সেবা দেওয়া হয়ে থাকে।
পরে বিভিন্ন প্রতিবন্ধীদের মধ্যে তাদের সহায়ক উপকরন বিনামুল্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা