নোয়াখালীতে যুবলীগ নেতা হানিফ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিতে সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালী সদর উপজেলায় যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের হামলা ও গুলিতে নিহত যুবলীগ নেতা মো. হানিফ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিতে এলাকায় সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার বিকালে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ইসমাইল নগর হানিফ চত্তরে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত যুবলীগ নেতা মো. হানিফের প্রথম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির কাছে উপস্থিত পাঁচ সহস্রাধিক মানুষ এ দাবি তোলেন। মো.হানিফ এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের মো.মফিজ উল্যার ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শুরুতেই ১১ ডিসেম্বর বিকালে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের হামলা ও গুলিতে নিহত হন হানিফ। এদিকে শোকাহত পরিবার হানিফ হত্যার সাথে জড়িতদের ফাঁশি দাবি করেন।
হানিফের প্রথম মৃত্যু বার্ষিকীর মিলাদ ও আলোচনা সভায় এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুজ জাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, জেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের, মিয়া মোহাম্মদ শাহজাহান, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, শহর আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হানিফ চৌধুরী, কাজ্বী মোহাম্মদ আলী ও যুবলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা সভার প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এমপি বলেন, হানিফ হত্যার মধ্যদিয়ে বিএনপি-জামায়াত নোয়াখালী সদর আসনের নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করেছিল। তাদের চেষ্টা ব্যার্থ হয়েছে। এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার যেভাবে হয়েছে, ঠিক তেমনি বঙ্গবন্ধুর সৈনিক হানিফের হত্যাকারীদেরও বিচার দ্রুত সময়ের মধ্যে হবে। আলোচনা সভায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি হানিফের পরিবারকে নগদ অর্থ সহযোগিতার পাশাপাশি বসত ঘর নির্মাণ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা