বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ডা: মঈন উদ্দিন

ডেস্ক রিপোর্ট:: ছাতকের নাদামপুরে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মানব দরদি চিকিৎসক ডা: মো: মঈন উদ্দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডাব্লিউএইচও) বিধিমালা অনুসরণ করে জানাজাশেষে রাত সোয়া আটটায় তার দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদ।এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্সযোগে বাড়িতে পৌছে ডাঃ মোঃ মঈন উদ্দিদনের লাশ।নিহতের স্বজনরা জানান, লাশ দাফন উপলক্ষে বুধবার বিকাল থেকেই নাদামপুর সংলগ্ন এলাকায় অবস্থান নেন আইন-শৃংখলা বাহিনী ও প্রশাসনের লোকজন।তাঁর কিছু সহকর্মী পিপিই পড়ে বাড়িতে ছুটে যান তার গ্রামে বাড়িতে।কঠোর নিরাপত্তার সাথে কবরস্থানে পাশে জানাযা অনুষ্ঠিত হয়। একটু দূর থেকে বাড়িতে উপস্থিত ২০/৩০ জন স্বজন জানাযায় অংশ নেন। এ ছাড়া মরহুম মোঃ মঈন উদ্দীনের ৬ জন স্বজনকে পিপিই পরিয়ে দাফন কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। তবে শর্ত দেয়া হয়, তাদের ১৪ দিনের কোয়ারাইন্টাইনে থাকতে হবে।বুধবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাঃ মোঃ মঈন উদ্দীন।গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা