ভৈরবে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারীর জেল

জামাল মিয়া, ভৈরব প্রতিনিধি:: ভৈরবে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারীর জেল হয়েছে। আজ বৃহস্পতিবার ৩ জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান’র ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য সেবনের দায়ে আমলাপাড়া এলাকার গৃরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে শংকর চন্দ্র বর্মন (৩০) কে ২ মাসের জেল প্রদান করেন। দুই সন্তানের জনককে দুই মাসের কারাদন্ড ও ১হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো পনের দিনের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে আমলা পাড়া এলাকার গৃরেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র শংকর চন্দ্র বর্মনের ঘরে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শংকরকে আটক করে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের সদস্যরা।

পরে তার ঘর তল্লাশি করে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন অভিযানে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান, এস.আই সেন্টুর রঞ্জন নাথ সহ, ভৈরব থানার উপপরিদর্শক, এসআই আবুল খায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা