সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৭ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বাতিলদের মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফশীল মোতাবেক গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষদিন।

জমাদানকৃত ১৮ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে বিভিন্ন প্রকার ক্রটি থাকার কারণে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছেন তারা হলেন, চেয়ারম্যানপদে শরিফুল ইসলাম (গণফ্রন্ট), পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক তরফদার (আ’লীগ), আসাদুজ্জামান মনি (জাপা), ফেরদৌস আমিন (জাপা), সুরুজিত কুমার সরকার (স্বতন্ত্র), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসি বেগম (জাপা)।

ঘোষিত তফশীল মোতাবেক ৩০ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৮ জুন ভোট গ্রহণ। উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোট সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩৪১ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন। মোট ভোট কেন্দ্র ১১১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা