সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায়  আইনশৃঙ্খলা বিষয়ক জরুরী সভা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা প্রশাসনের আয়োজনে বার বার উপজেলায় নির্বাচন পরবর্তী ধর্ষণ ও গণধর্ষণ ঘটনা রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত জরুরী সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।
উপজেলা নির্বাহী অফিসার মো আবু ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সকল ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, নারী প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি,জেলায় কর্মরত সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন উপজেলা র্নিবাহী অফিসার মো:আবু ওয়াদুদ। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস।
তম্ময় দাস বলেন,এই ধরনের নেক্কার জনক ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধিও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের হুশিয়ারী দিয়ে বলেন,এর দায় কেউ এড়িয়ে যেতে পারেন না।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিদর্শক মো: আজহারুল ইসলাম এর পরিচালনায় উপজেলা র্নিবাহী অফিসার মো.আবু ওয়াদুদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি এ এইচ এম খায়রুল আনম চেীধুরী, সহকারী কমিশনার ভুমি মো.শরিফ উল্যাহ ,চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহেদ উদ্দিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা