৬ মাসের মাথায় ভেঁঙ্গে গেল নবীগঞ্জের  ইউএনও’র বাসার নিরাপত্তা দেয়াল

বুলবুল আহমেদ নবীগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তা বেস্টনির দেয়াল নির্মাণের ৬ মাসের মাতায় গত শুক্রবার বিকালে ভেঙ্গে পড়েছে। ফলে উক্ত কাজ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি দায়িত্বহীনতার অভিযোগ রয়েছে উপজেলা প্রকৌশল শাখার বিরুদ্ধে। নির্মাণ কাজের ৬ মাসের মধ্যে ইউএনও বাসার নিরাপত্তার দেয়াল ভেঙ্গে পড়ায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে।
সুত্রে জানাযায়, ২০১৯-২০২০ অর্থ বছরের নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তাহীনতা বেস্টুনির দেয়াল নির্মাণের জন্য উপজেলা প্রকৌশল শাখা প্রায় ১৮ লাখ টাকার কোটেশন টেন্ডার করে এলজিইডির পছন্দের ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স ইকবাল আহমেদ ট্রের্ডাস এর মাধ্যমে কাজ করানো হয়। ২০১৯ সালের নভেম্বর মাসের শেষের দিকে জেলা প্রশাসক উক্ত দেয়ালের উদ্বোধন করেন। গত শুক্রবার বিকালের দিকে হঠাৎ করে উক্ত নিরাপত্তা প্রাচীরের বিশাল একটি অংশ ভেঙ্গে পড়ে যায়। অপর অংশ হেলে গেছে। এ ঘটনার খবরে শহর জোড়ে আলোচনার পাশাপাশি সমালোচনার  ঝড় উঠে। অনেকেই অভিযোগ করে বলে, ১৮ লাখ টাকার কোটেশন হলেও প্রকৃতপক্ষে কাজ হয়েছে তার অর্ধেক। বাকী টাকা প্রকৌশলীসহ লুটেপুটে খেয়েছেন। ফলে কাজ হয়েছে নিন্ম মানের। নিন্ম মানের কাজের কারনে উদ্বোধনের ৬ মাসের মাতায় ভেঙ্গে গেল দেয়ালটি। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসার নিরাপত্তা প্রাচীর ভেঁঙ্গে যাওয়ার খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করলেও উপজেলা প্রকৌশলী বা তার দপ্তরের কাউকে দেখা যায়নি।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, কেন দেয়াল ভেঙ্গে পড়লো, সঠিক ভাবে কাজ হয়েছে কিনা, তা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা