কানাইঘাটে চার তলার ছাদ থেকে ছিটকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি:কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়ার্টার ভবনের চার তলার ছাদ থেকে ছিটকে পড়ে  বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফাহমিদা জামান নামের ১৩ বছরের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাহমিদা জামান গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চমান সহকারী পদে কর্মরত নুরুজ্জামানের মেয়ে বলে জানা গেছে। সে কানাইঘাট পৌর শহরের প্রি-ক্যাডেট স্কুলের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছিল। ফাহমিদা জামানের বাবা পূর্বে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। বদলী জনিত কারনে তিনি গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকলেও তার স্ত্রী ও ছেলে-মেয়েরা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোর্য়াটারে বসবাস করে আসছেন। জানা যায় গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ফাহমিদা কোর্য়াটারে চার তলার ছাদের উপর খেলতে গিয়ে এক পর্যায়ে ছাদ থেকে ছিটকে ভবনের নীচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। হাসপাতালের ইর্মাজেন্সিতে ফাহমিদাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। ফাহমিদা জামানের বাড়ী সুনামগঞ্জের দিরাই উপজেলায়। ৪ ভাই-বোনের মধ্যে সে পরিবারের ছোট মেয়ে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা