শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ইকবাল, ভাইস চেয়ারম্যান ইমরান ও মুক্তা নির্বাচিত

এসএম সুরুজ আলী ॥ দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই হবিগঞ্জ জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে নবগঠিত এ উপজেলার ১৮টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে চেয়ারম্যান পদে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল রশিদ তালুকদার ইকবাল (নৌকা) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র বিএনপির নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস) প্রতিক নিয়ে পেয়েছেন ৮হাজার ৮৮৮ ভোট। অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক আওয়ামীলী আলী আহমদ খান পেয়েছেন ২হাজার ৩৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০হাজার ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজীউর রহমান ইমরান (মাইক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম দিপন (টিউবওয়েল) ৬হাজার ৫৩৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাউল শিল্পী মুক্তার আক্তার (পদ্মফুল) । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেরা সুলতানা হ্যাপী (কলস) প্রতিক নিয়ে পেয়েছেন ৭হাজার ৬৯৩ ভোট।

গতকাল রাত জেলা নির্বাচনের অফিসের হলরুমে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন। এ সময় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিল ইসলাম উপস্থিত ছিলেন।

সকাল নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে কেন্দ্রগুলো ভোটারদের উপস্থিতি বাড়তে তাকে। আবার দুপুরে ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য হয়ে যায়। বেলা আড়াইটা দিকে আন্দ্রু কেন্দ্রগুলোতে ভোটার এসে ভোট প্রদান করেন। তবে এ সময় ভোটাদের আর লাইনে দাঁড়াতে হয়নি।

অধিকাংশ ভোট কেন্দ্রগুলোতে পুরুষদের পাশাপাশি নারী ভোটাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। নারীদের মধ্যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দিয়েছেন। আর নিজের পচন্দের প্রার্থীদের প্রথম ভোট দিতে পেরে তারা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ১৮টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা নারী ভোটাদের উপস্থিতি। তারা লাইনে দাড়িঁয়ে ভোট প্রদান করছেন। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ভোটারা লাইনে দাড়িঁয়ে ভোট দিচ্ছেন। প্রথম ভোট দিতে এসেছেন দক্ষিণ বরচর গ্রামের বাসিন্দা শায়েস্তাগঞ্জের এইচএসসি পরীক্ষার ফল প্রার্থী নওশিন সানজিদা ও তার বড় বোন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্স ৩য় বর্ষের নওশিন শাহিদা আক্তার পান্সী। তারা দু’বোন এ প্রতিনিধিকে জানান, তারা এবারই প্রথম ভোট দিতে এসেছি। লাইনে দাঁড়িয়ে বিরক্ত লাগলেও প্রথম ভোট দিতে তো এসেছি। তাই খুব ভাল লাগছে। কাকে ভোট দিবে জানতে চাইলে তারা জানান, আমাদের ভোট আমরা দেবো। সেটা কাউকে বলতে হবে কেন। তবে অবশ্য নিজের পচন্দের প্রার্থীদেরই ভোট দেবো।

একই কেন্দ্রের ১ম ভোটার হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান তিশা জানান, জীবনের ১ম ভোট দিয়ে ৩জন পচন্দের প্রার্থী নির্বাচন করতে এসেছি। আশাকরি আমার ভোটে ৩জন নির্বাচিত হবেন। নির্বাচিত হলে আবারও ভোট দিতে মনে আগ্রহ জাগবে।

বিরামচর কেন্দ্রে নারী ভোটার রোকেয়া আক্তার জানান, ইতি-পূর্বে জাতীয় সংসদ নির্বাচন, পৌর নির্বাচন ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোট দিয়েছি। কিন্তু এই নির্বাচনের মত শান্তিপূর্ণ পরিবেশ আর দেখিনি। ভোট দেয়ার জন্য ১০/১২ মিনিট সময় লাইনে দাঁড়িয়ে আছি। এতো কোন কষ্ট হয়নি। আমরা চাই প্রত্যেকটা ভোট যেন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা