মে দিবস উপলক্ষ্যে কানাইঘাটে হোটেল শ্রমিক ইউনিয়নের লাল পতাকা মিছিল

কানাইঘাট প্রতিনিধি:মহান মে দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে কানাইঘাট বাজার ও পৌর এলাকায় বর্ণাঢ্য লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় মে দিবস উপলক্ষ্যে হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ লাল পতাকার মিছিলে শত শত হোটেল শ্রমিকরা অংশ গ্রহন করেন। মিছিল পরবর্তী দুপুর সাড়ে ১২ টায় কানাইঘাট দক্ষিন বাজারে মে দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আশিক উদ্দিনের সভাপতিত্বে ও মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আবুল কালামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও শাহপরান থানা কমিটির সভাপতি শ্রমিক নেতা বাবুল আহমদ। বক্তব্য রাখেন উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সদস্য আব্দুল জলিল, উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফয়ছল আহমদ, চতুল আঞ্চলিক শাখার সভাপতি রিয়াজ আহমদ, সাধারন সম্পাদক তৌহিদ আহমদ, সড়কের বাজার আঞ্চলিক শাখার সভাপতি ফয়ছল আহমদ, সাধারন সম্পাদক সাহেদ আহমদ, উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আমির উদ্দিন, পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক হারিছ উদ্দিন, হোটেল শ্রমিক নেতা জামরুল আহমদ, রোমান আহমদ, সাদ্দাম আহমদ, আব্দুর রহমান, ইয়াহিয়া, জীবন দাস, শহিদ আহমদ, বদরুল আহমদ, আশিক আহমদ প্রমুখ। মে দিবসের সভায় বক্তারা শ্রম আইনুযায়ী উপজেলার সকল হোটেল শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি হোটেল রেস্তোরা মালিক কর্তৃক জোর পূর্বক ভাবে কাজ করানোর চেষ্টা করলে এখন থেকে হোটেল শ্রমিকরা তা মেনে নিবেন না। এছাড়া পবিত্র রমজান মাসে হোটেল শ্রমিকদের বিনা বেতনে ছাটাই করা হলে হোটেল শ্রমিক ইউনিয়ন যে কোন ধরনের কর্মসূচী গ্রহন করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা